উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া থানার পুলিশের অভিযানে দুই অজ্ঞান পার্টির সদস্য, কে আটক করা হয়েছে । আটক কারীরা হলো।(১)আরাফাত মোল্লা(৩৫)পিং মকিতুর মোল্লা (২) মকিতুর মোল্লা(৬০)পিংআব্দুল খালেক মোল্লা সাং দেবদুন পূর্বপাড়া থানা নড়াগাতী জেলা নড়াইল।
গত ১০ /২/২১ আনুমানিক বিকাল ৫,৩০এর সময় নড়াইল থেকে ইজিবাইক ভাড়া করিয়া নেয়, শাকিব (১৮)পিতা-ইকবাল শিকদার, সাং আটলিয়া থানা কালিয়া জেলা কে। এরপর আসামীরা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের পশ্চিম পাশে গিয়ে ইজিবাইক চালক শাকিবকে খাবারের সাথে ওষুধ মিসিয়ে অজ্ঞান করিয়া ইজিবাইক নিয়ে যায়,এড়েন্দা কাশিপুর ইউনিয়ন লোহাগড়া থানা জেলা নড়াইল,এই ভিত্তিতে ১৬/২/২১ লোহাগড়া থানার মামলা হয়।
মামলার সাথে সাথে লোহাগড়া থানার পুলিশের বিশেষ অভিযানে দুই আসামীকে নড়াগাতী থানা থেকে গ্রেপ্তার করেন।লোহাগড়া থানার এস আই মোঃতৌফিক হাসান।ও এ এস আই তপন কুমার কুন্ডু ওসঙ্গীয় ফোর্স, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
Comment here