পঞ্চগড় প্রতিনিধি :বাংলাদেশর সর্ব উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের সদর উপজেলায় মোমিন পাড়া এলাকায় ভারত সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার ২১ জানুয়ারি ভোর সময়ে মোমিন পাড়া সীমান্ত এলাকায় স্থানীয়রা বাংলাদেশি যুবকের মরদেহ দেখতে পায়। স্থানীয় সুত্রে জানা যায় নিহত যুবকটি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খাল পাড়া এলাকার মো:তবিবর রহমানের এক মাত্র আদরের ছেলে নিহত হাসান আলী (২৫)।
ভারত সীমান্ত ৭৫২ মেইন পিলার এলাকায় গুলিবিদ্ধ ওই ব্যক্তির মরদেহ ফেলে দিয়ে চলে যায় বিএসএফের সদস্যরা। এই বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিএসএফের গুলিতে বাংলাদেশি হাসান আলী ২৫ নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা গেছেন।
Comment here