নিজস্ব প্রতিবেদক,বগুড়া : করোনাভাইরাসের এই সংকট সময়ে ইচ্ছেমতো ঘোরাঘুরি করায় দেড় শতাধিক মোটরসাইকেল আরোহীকে মামলা দেওয়া হয়েছে। এ সময় অনেক পথচারীকে দীর্ঘ সময় রোদের মধ্যে রাস্তার পাশে বসিয়ে রাখা হয়। পরে পথচারীরা নিজের ভুল স্বীকার করায় এ থেকে রক্ষা পান।
আজ রোববার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে বগুড়া পুলিশ।
বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নিদের্শনায় শহরের সাত মাথায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলী, জেলা ট্রাফিকের পরিদর্শক রফিকসহ জেলা পুলিশের সদস্যরা এ অভিযান চালায়।
অভিযানে বগুড়া শহরের যাতায়াতকারী যানবাহনের আরোহনকারীদের কাছে পুলিশ সদস্যরা যাতায়াতের কারণ ব্যাখ্যা চাইলে তারা যথাযথ কারণ জানাতে পারেনি। এ কারণে তাদের মামলা দেওয়া হয়। এ সময় অযথা চলাচলকারীদের শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ারে প্রাচীর ঘেঁষে বসিয়ে রাখে পুলিশ। তবে জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহন, পথচারীদের ছেড়ে হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী অভিযান চলাকালে জানান, সারা দেশে করোনা বিস্তার লাভ করেছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। করোনাভাইসরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকার কথা বলা হয়েছে। তারপর বিনা প্রয়োজনে যারা শহরের চলাচল করছেন, তাদের জন্য ঘরে ফেরাতে জেলা পুলিশ সদস্যরা কাজ করছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সুপার সনাতন চক্রবর্তী।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বগুড়া শহরের বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা দেড় শতাধিক মোটরসাইকেল আরোহীকে মামলা দেওয়া হয়। আর অযথা চলাচল করা পথচারীদের শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরের পাশ দিয়ে বসিয়ে রাখা হয়। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
Comment here