মানুষকে ‘যে বার্তা’ দিতেই শেষ পর্যন্ত মাঠে থাকবেন হিরো আলম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মানুষকে ‘যে বার্তা’ দিতেই শেষ পর্যন্ত মাঠে থাকবেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, ‌‘ভোটের পরিবেশ মানুষকে বোঝাতে শেষ পর্যন্ত ভোটে থাকব, আমি ভোট বর্জন করব না। আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় হত্যার হুমকি দিয়েছে। মানুষ ভয়ে ভোট দিতে আসছে না।’

‘ভোট যে সুষ্ঠু হচ্ছে না- এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমি ভোট বর্জন করব না’, যোগ করেন হিরো আলম। আজ সোমবার দুপুর দেড়টার পর মানিকদী ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে গিয়ে হিরো আলমের নানা অভিযোগ

একতারা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি ঢাকার ভোটার না, তাই ভোট দিতে পারিনি। তবে আমাকে যারা ভালোবাসেন তাদেরকে যদি বাধা না দিতো তারা ভোট দিলেই আমি জিতে যেতাম। এখানে নৌকা প্রার্থীর লোক ছাড়া কেউ নেই। এই অবস্থায় জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না।’

advertisement…

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ জানিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমার নির্বাচনে আসা এবং প্রার্থী হওয়ার একটাই উদ্দেশ্য মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যে দেশে ভোটের পরিবেশ সুষ্ঠু নেই। আমি যদি ভোটে না থাকতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না ভোট সুষ্ঠু হচ্ছে কি না। তাই আমি ভোট বর্জন করব না। আমি যে কয়টা ভোট পাই সেটি মানুষকে দেখাব।’

 আরও পড়ুন: যেসব অভিযোগ এনে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

উল্লেখ্য, রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। তবে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

এই উপনির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটরিং করছে ইসি। ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comment here