পরীমনিকে নেওয়া হলো র‌্যাব সদর দপ্তরে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পরীমনিকে নেওয়া হলো র‌্যাব সদর দপ্তরে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এরপর তাকে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।

আজ বুধবার বিকেল ৪টার দিকে বনানীতে পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। রাত ৮টার ১০ মিনিটে পরীমনিকের আটক করে বাইরে নিয়ে আসা হয়।  বাসা থেকে বের করার পর পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে তোলা হয়। এ সময় সেখানে বিপুল পরিমাণ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পরীমনির বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, ইয়াবার পাশাপাশি ভয়ংকর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) এবং আইসও (ক্রিস্টাল মেথ) পাওয়া গেছে।

অভিযান শুরুর আগে পরীমনির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান নেন। প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমনি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এরপর র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে প্রবেশ করেন।

এর আগে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’

পরীমনি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’

অভিনেত্রী বলেন, ‘ভাই আপনারা কিছু দেখতেসেন না, কিছু বলতেসেন না। আমি যে কী পরিমাণ সিক। তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কী আসবেন? একটু দেখবেন, এরা কারা। লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেসে।’

 

Comment here