বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা চলমান। ইতিমধ্যেই মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর এই ঘটনায় তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস যুগিয়েছেন শোবিজ অঙ্গনসহ নানা শ্রেণি-পেশার মানুষজন। সবাই এর সুষ্ঠু বিচার চেয়েছেন।
শোবিজের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমও এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। দাঁড়িয়েছেন পরীর পাশে আর তার জন্য গেয়েছেন গানও। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি তিনি প্রকাশ করেছেন তার ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়।
গানের কথাগুলো এমন- ‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অসম্মান সইব না/ শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না/ উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’। এর কথা, সুর ও সংগীত করেছেন মোমো রহমান।
Comment here