মামুনুর রহমান, রিপোটার : পাবনা জেলার চাটমোহর পৌরসভা হতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২২ মার্চ ২০২০) ইং ১০ ঘটিকায় চাটমোহর ১ নং ওয়ার্ড জাজ্বিস মোড়ে হয়ে পৌর ৯ টি ওয়ার্ডে নোভেল করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকার সম্পর্কে সর্বসাধারণ মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, কাউন্সিলর নুরি হাসান খান ময়না, আশরাফুল হক মাসুদ, সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল, লাইসেন্স পরিদর্শক বাকিবিল্লাহ্ স্বাস্থ্য সহকারি আরিফুর রহমান, টিকাদান সুপারভাইজার আনোয়ার হোসেন, হেলথ্ হেলথ ভিজিটর রোখসানা পারভীন।
নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। এদিকে এখনো কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে তিনি ধারণা দেন।
Comment here