পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার আতাইকুলায় বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল চরপাড়া পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য  ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলাল হোসেন পাবনা শহর থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগ মুহূর্তে তাকে দুর্বৃত্তরা গুলি করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত ব্যক্তি চরমপন্থি সর্বহারা দলের সদস্য ছিলেন। এ কারণে তাদের দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

Comment here