পিরোজপুর জেলা হাসপাতালে পোনে দুই কোটি টাকার অনিয়ম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পিরোজপুর জেলা হাসপাতালে পোনে দুই কোটি টাকার অনিয়ম

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রায় দুই কোটি টাকার অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এ অভিযানে রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।

দুদকের ৫ সদস্যের একটি দল নিজেদের পরিচয় গোপন করে এদিন সকালেই হাসপাতালে অভিযান শুরু করে। এ সময় দুই দালালকে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি প্রদান করা হয়।

দুদকের অভিযান চলাকালে হাসপাতালের রান্নাঘর ও ওষুধের স্টোর রুমসহ বিভিন্ন স্থানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

রোগীদের জন্য প্রতিদিন ১০০ জনের ৬০ গ্রাম করে মাংস সরবরাহ করার কথা থাকলেও মাত্র ৫০ গ্রাম সরবরাহ করা হয় এবং নিম্নমানের চাল দেওয়া হয়।

শিশু বিভাগের ওষুধ সরবরাহ রেজিস্টারে থাকা কডসন (১০০ মিলিগ্রাম) নামের ৪০০ পিস এবং ট্রাইজেট (২৫০ মিলিগ্রাম) নামের ৩,৭২৭ পিস ওষুধের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।
ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান “সাউথ বাংলা কর্পোরেশন” ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলেও হাসপাতালের নথিতে ওষুধ সরবরাহ সঠিকভাবে প্রদর্শন করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বলেন, “দুদকের অভিযানে দুই দালাল আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে”।
দুদক সূত্র জানায় পিরোজপুরের সকল দূর্নীতির বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরকারি অফিসগুলোতে দুর্নীতি রোধে এবং নাগরিক সেবার মান নিশ্চিত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রয়োজন বলে মনে করেন জেলার স্থানীয় সচেতন মহল।

Comment here