পুরান ঢাকার আরও ১৫টি ভবন অবরুদ্ধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

পুরান ঢাকার আরও ১৫টি ভবন অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের রোগী পাওয়ায় পুরান ঢাকার বংশাল ও লালবাগে আরও ১৫টি ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজ বুধবার এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। এর এক দিন আগে পুরান ঢাকার চকবাজারের দুটি গলিও অবরুদ্ধ করা হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ‘আলী নেকীর দেউরীর মসজিদ কমিটির এক নেতা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীরও জ্বর রয়েছে। ওই এলাকার নয়টি ভবন লকডাউন করা হয়েছে।’

এদিকে লালবাগ রোডের এক যুবক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানান, লালবাগ রোডের ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

চকবাজারের খাজে দেওয়ান লেইনে মসজিদ কমিটির যে সহসভাপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল, তিনি আজ প্রথম প্রহরে মারা গেছেন বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার।

তিনি বলেন, ‘ওই এলাকায় আরও একজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই এলাকায় তিনজন আক্রান্ত হয়েছেন।’

উর্দু রোডের একটি ভবনেও ৬৫ বছর বয়সী এক ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, সেই ভবনটি আগেই অবরুদ্ধ করেছে পুলিশ।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘এই কয়েকটি ভবন ছাড়াও আগেই থেকে সুত্রাপুরে চারটি ভবন, ইসলামপুরে একটি ও বাবুবাজারে একটি ভবন লকড রয়েছে।’

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, ‘ওয়ারীতে ছয়টি ভবন লকডাউন করা রয়েছে।’

সবুজবাগ ও মুগদায় নতুন রোগী নেই জানিয়ে মতিঝিল বিভাগের অতিরিক্ত ই-কমিশনার মোনালিসা বেগম বলেন, ‘আগে থেকে যে নয়টি ভবন লকডডাউন ছিল, তাই রয়েছে।’

Comment here