পুরান ঢাকার পাটুয়াটুলীতে একটি দোতলা ভবন ধসে জাহিদুল ব্যাপারী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় নিহতের ছেলে শফিকুল ব্যাপারী (১৮) নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘রাত ৮টার দিকে জাহিদুলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।’
দেবাশীষ আরও বলেন, ‘নিহত জাহিদুলের ছেলে শফিকুল ব্যাপারী ভবনের ভেতরে আছেন বলে স্বজনরা বলছেন। সে কারণে আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি।’
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শত বছরের পুরোনো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের কয়েকজন ফলের হকার সেখানে থাকতেন। ভবন ধসের পর এর ভেতরে দুজন আটকা পড়েন।
সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেনের ওই দোতলা ভবনটির মালিকানা সরকারের কোনো সংস্থার বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান। তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, ‘দোতলা ভবনের পুরোটাই ধসে পড়েছে।
Comment here