নিজস্ব প্রতিবেদক : কোনো কারণ ছাড়া পূজামণ্ডপগুলোতে অস্থিরতা হয়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার দুপুর ১২টার দিকে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এর সঙ্গে দেশের বাইরের কেউ জড়িত কি না তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, এরই মধ্যে কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রকৃত দোষীদেরও খুঁজে বের করা হবে।
প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মামলায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা দুটি করা হয়েছে।
Comment here