পেঁয়াজ আনতে প্রণোদনা চাইলেন ব্যবসায়ীরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পেঁয়াজ আনতে প্রণোদনা চাইলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক : বাজার স্থিতিশীল রাখতে ২ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। সংকটের কোনো কারণ নেই। তারপরও হঠাৎ করে দাম বাড়ার কারণ জানা নেই আমদানিকারকদের। এর পরও যে পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে তাতে দাম না কমার আশঙ্কা করছেন তারা। এক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে চাহিদার তুলনায় কয়েকগুণ অর্থাৎ ১ থেকে ২ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে প্রণোদনাও চান তারা। রাজধানীর কাওরানবাজারের একটি হোটেলে গতকাল পেঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ কথা বলেন।

ব্যবসায়ীরা বলেন, দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে, তবে স্বয়ংসম্পূর্ণ হয়নি। কিছু আমদানি করতে হয়। তার মানে এই নয় যে, এক মাস চলার মতো পেঁয়াজ দেশে মজুদ থাকে না। গত বছর ৭টি বড় কোম্পানিকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে পরিস্থিতি কি হয়েছিল তা সবার জানা। এ জন্য সব আমদানিকারকে পেঁয়াজ আমদানি করতে সুযোগ দিতে হবে। তাহলে বাজারে প্রতিযোগিতা থাকবে। এ ছাড়াও আমদানি করা পেঁয়াজ বন্দরে ৩ দিনের বেশি আটকে রাখতে পারবে না এমন আইন করা উচিত। তাহলে দাম বাড়ানোর জন্য চাহিদার তুলনায় কম সরবরাহ করতে পারবে না। আমদানিকারকদের ১০ শতাংশ হারে প্রণোদনা দিতে হবে। পাশাপাশি আমদানি শুল্কমুক্ত করে দিতে হবে। তাহলে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলতে পারবে না। সরকার কিছু টাকা প্রণোদনা দিলে দেশের সাধারণ ক্রেতারা বেঁচে যাবে। এ দায়িত্ব সরকারকেই নিতে হবে।

Comment here