আন্তর্জাতিক

পেনসিলভেনিয়া থেকে সুখবর পেলেন বাইডেন

অনলাইন ডেস্ক  : সময় যত গড়াচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়ের পথ ততই প্রশস্ত হচ্ছে। একের পর সুখবর পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা এই প্রার্থী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলার পর সুখবর এসেছে পেনসিলভেনিয়া থেকে। সেখানেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তারা সেখানকার নির্বাচনী ফলাফলের ওপর আরও কিছু তথ্য প্রকাশ করেছেন। এ থেকে জানা যাচ্ছে, জো বাইডেন ৫ হাজার ৫৮৭ ভোটে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে আছেন।এই অঙ্গরাজ্যে হেরে গেলে ট্রাম্পের হোয়াইট হাউসে থাকার স্বপ্ন শেষ হয়ে যাবে।

নিউইয়র্ক টাইমস‘র প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩০৪টি ভোট। শতাংশের হিসাবে যা ৪৯ দশমিক ৪। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭১৭টি ভোট। শতাংশের হিসাবে এটি হলো ৪৯ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ বাইডেন ৫ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে আছেন। পেনসিলভানিয়ায় আছে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট।

 

এর সুবাদে নির্বাচনে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া জো বাইডেনের জন্য এখন আরও সহজ হয়ে যাচ্ছে। জো বাইডেনের ইলেকটোরাল ভোট এখন ২৫৩। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেকটোরাল ভোট হচ্ছে ২১৪।

 

Comment here

Facebook Share