কলারোয়া প্রতিনিধি : বাড়ি গিয়ে হুমকি দেওয়ার ঘটনা পুলিশকে জানানোর কথা বলায় সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসী হামলায় জখম হয়েছেন আজগর আলী (৪৫) নামের এক সাংবাদিক। আহত সাংবাদিক দৈনিক অর্ণিবাণ প্রত্রিকার কলারোয়া প্রতিনিধি। তিনি উপজেরার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এলাহী বক্সের ছেলে।
গতকাল বিকেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আজগর আলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
আজগর আলীর ভাই মফিজুল ইসলাম জানান, গত সোমবার রাত ১২টার দিকে ৮-১০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে চিৎকার করে তাকে ডাকতে থাকে। এ সময় ভাই আজগর আলী বাইরে এসে কাউকে চিনতে না পেরে রাতে তাদের বাড়িতে আসার বিষয়ে জানতে চান। এ সময় একজন বলেন, ‘তোর ভাই মফিজুল এক বছর আগে মালয়েশিয়া থেকে আসার পর আমাদের ৪০ হাজার টাকা পিকনিকের জন্য দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন সে আমাদের সাথে দেখা করছে না, আবার টাকাও দিচ্ছে না। তাই রাতে এলাম টাকা নিতে।’
একথা শুনে সাংবাদিক আজগর আলী বিষয়টি কলারোয়া থানা পুলিশকে জানোর কথা বললে ওই সন্ত্রাসীরা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরদিন আজগর আলী সংবাদ সংগ্রহের জন্য কলারোয়া বাজারে আসার সময় পথিমোধ্য ইউনিয়নের হাড়িভাঙ্গা কালভার্ট এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান করা ওই সন্ত্রাসীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মেরে গুরুতর জখম করে।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আহত সাংবাদিক আজগর আলী আগের তুলনায় সুস্থ রয়েছেন। তবে তার মেরুদণ্ডে আঘাত লাগায় সুস্থ হতে একটু সময় লাগবে। ’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Comment here