ক্রাইম

“প্রতিদিন রাজধানীর পিজি হাসপাতালে অবহেলার শিকার হাজারো রোগি”

ঢাকা জেলা প্রতিনিধি রাসেল : আজ ২ এপ্রিল ২০১৯ রাজধানীতে পিজি হাসপাতালে কিছু গোপন তথ্য পেয়ে ছুটে গেলাম।গিয়ে রীতি মত অবাক হয়ে গেলাম। পিজি হাসপাতাল সরকারি হাসপাতাল।সেখানে ৩০ টাকার বিনিময়ে ডাক্তার দেখান রুগিরা।

কিন্তু টিকিটের সিরিয়ালের জন্য আলাদা টাকা ঘুস দিয়ে টিকেট নিতে হয়। সেখানের পরিবেশ বেশ নোংরা। ডাক্তার দের আচার আচরণ বেশি একটা ভালো না। এমনকি রোগিদের ধমক শুনতে হয়। কখনো কখনো রোগি দের ফেরতও আসতে হয়। সেখানে ডাক্তারের রুমে রোগী দেখার সময় রোগী কে দাড়িয়ে থাকতে হয়। বসার জন্য কনো চেয়ার নেই।

আরও জানা গেছে ডাক্তারে পাশা পাশি কিছু অসাধু কর্মচারী এর সাথে যুক্ত আছে। তারা কিছু কিছু রোগী দের ফাইভ স্টার সেবা দিয়ে থাকেন।

Comment here

Facebook Share