সারাদেশ

প্রাচীন গ্রাম বাংলার ঐতিয্যবাহি লাঠি খেলা

হারিয়ে যাওয় প্রাচিন গ্রাম বাংলার সেই  ঐতিয্যবাহি লাঠি খেলা কে ফিরিয়ে পেতে আজ ঝিনাদহ সদর উপজেলার বাসুদেব পুর গ্রামের গ্রাম বাসির উদ্দোগে আয়োজনে করা হয় প্রাচিন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই ঐতিয্যবাহি লঠি খেলা। আজ সোম বার সকাল থেকেই দুর দুরান্ত থেকে উপস্হিত হতে থাকে খেলোয়ার ও দর্শক জনতা।

ads

এই সময় উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি ঃ শহিদুল ইসলাম হিরণ
(চেয়ারম্যান ৪নং পোড়াহাটি ইউপি)
বিশেষ অতিথি ঃ মোঃ ফরিদ হোসেন
সভাপতিক্ত করেণ ঃ মোঃ লালু ইসলাম।
এর পর অনুষ্ঠান শেষে বিজয়িদের হাতে পুরষ্কার তুলে দেন তঁারা।

Comment here

Facebook Share