সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান মিথিলার (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মিথিলা এমএজি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা আব্দুল হালিমও চিকিৎসক।
নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিথিলা এমবিবিএস দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলেন। অতিরিক্ত পড়ালেখার চাপের কারণে ইসরাত জাহান মিথিলা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘ভোর ৬টায় দিকে ঝুলন্ত অবস্থায় মিথিলার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’
Comment here