এম ওসমান গনি : আজ (২৪ আগস্ট ) ফটিকছড়িতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা ২০১৮’র সনদ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থেকে দুই বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব রাফিকুল আনোয়ার এমপি’র সুযোগ্য কন্যা ফটিকছড়ি সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন দেশের উন্নয়নের সাথে সাথে পড়ালেখার মান উন্নত হয়েছে যা পূর্বে ছিল না।
তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে অসাধারণ ভালোলাগা আর আনন্দঘন কিছু সময় কাটলো। এবং তিনি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল কর্মকর্তা, ক্ষুদে শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নের্তৃবৃন্দের প্রতি ধন্যবাদ।
Comment here