অনলাইন ডেস্ক : বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তবে এটাও দেখবার বিষয় কিছু লোক হঠাৎ করে এসে লাঠিসোঠা নিয়ে ফায়ার সার্ভিসের অফিসে হামলা করেছে। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে ব্যাহত করেছে। এদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবাজার মার্কেটে একবার ১৯৯৫ সালে আগুন লাগে। এরপর আবার ২০১৮ সালে আগুন লাগে। তারপর আমরা এখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা নয়, একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেন।’
তিনি বলেন, ‘সে সময় যদি এটা স্থগিত না করা হতো, তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি।’
সরকারপ্রধান বলেন, ‘দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।’
অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ কোটি টাকার চেক অর্থ বিভাগের কাছে তুলে দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
Comment here