মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর প্রতিনিধি) : ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার যুব সমাজের উদ্যোগে গ্রাম পরিষ্কার ও গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায় যে, মঙ্গল বার সকালে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর নামক গ্রামে স্থানীয় যুব সমাজের নিজস্ব উদ্যোগে সারাদিন ব্যাপী গ্রাম পরিষ্কার কর্মসূচি পালন ও অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়। এলাকার স্থানীয় যুব সমাজের মূখপাত্র হেলাল বলেন, আমরা আমাদের যুব সমাজের নিজস্ব উদ্যোগে করোনা প্রতিরোধে বর্তমান সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে এলাকার যুব সমাজ মিলে সারাদিন গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আর্জনা পরিষ্কার করি এবং জীবানু নাশক স্প্রে করি আর যুব সমাজের নিজস্ব অর্থায়নে এলাকার গরীব ও অসহায়দের মাঝে আমাদের সাধ্যমত কিছু খাদ্য দ্রব্য ও কিছু মাস্ক বিতরন করি।
ফুলপুরে যুব সমাজের উদ্যোগে গ্রাম পরিষ্কার ও অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ

স্থানীয় ভাবে আরও জানা যায় যে, যুব সমাজের তরুণরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে স্থায়ীয় লোকজনদের কে করোনা বিষয়ে বিভিন্ন ভাবে সচেতন করছেন। এলাকার লোকজন যুব সমাজের এই ধরনের নিঃস্বার্থ সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত খুশি হয়েছেন।
Comment here