মোঃআলাউদ্দীন মন্ডল ,রাজশাহী প্রতিনিধি : ফেনসিডিলসহ রাজশাহী মহানগর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শফিকুল ইসলাম ওরফে শফিক (৩৫)। তিনি নগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর মিজানের মোড় এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। শফিক একজন মাদকসেবী বলে জানা গেছে।
তার বাড়ি নগরীর ধরমপুর এলাকায়। তার বাবার নাম মৃত শাহাজুদ্দিন।মতিহার থানার কর্তব্যরত অফিসার কাজল রেখা জানান, নগরীর মিজানের মোড় থেকে ফেনসিডিল নিয়ে আনার সময় শফিককে হাতেনাতে গ্রেপ্তারর করা হয়।
এ বিষয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু বলেন, বিষয়টি তিনি শুনেছেন। রাগ করে বিস্তারিত খোঁজ নেননি। তিনি বলেন, যুবলীগে কোন নেশাখোর, চাঁদাবাজের আশ্রয় হবে না। শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
Comment here