নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ফের করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। সংক্রমণের ১৩ দিন পর দ্বিতীয়বার পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে নিশ্চিত করেছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, ‘সিএমএইচে টেস্ট করা হয়েছে। টেস্টে কোভিড-১৯ আবারও পজিটিভ এসেছে।’
এর আগে আজ বিকেলে ফেসবুক স্ট্যাটাসে শাহরিয়ার বলেন, ‘আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় কোভিড-১৯ টেস্ট আবারও পজিটিভ। ফুসফুসে গভীর সংক্রমণ ধরা পড়েছে। আশঙ্কা সত্যি হয়ে গেল। ঘরের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’
এর আগে গত ১৩ মে নমুনা পরীক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত এই কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তার স্ত্রী-সন্তানেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে।
মঞ্জুর শাহরিয়ার একজন সৎ কর্মকর্তা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে নামীদামি অনেক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বেশ আলোচনায় আসেন তিনি।
গত বছর একটি অভিযানের সময় দাম বেশি রাখায় জরিমানা ও আড়ংয়ের উত্তরা আউটলেট আট ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর ঈদের ছুটির মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে বদলি করা হয়। পরে আবার তা বাতিল করা হয়। সকল অভিযানে আপডেট ভিডিওসহ প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
Comment here