রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী একটি ফেসবুক পেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। আজ শুক্রবার ওই ছাত্রী মতিহার থানায় একটি জিডি করেন।
সাধারণ ডায়েরিতে (জিডি) তিনি উল্লেখ করেন, ৪ এপ্রিল মধ্যরাতে ‘আরইউ ক্রাশ অ্যান্ড হেইট কনফেশন’ নামের একটি ফেসবুক পেজে তাঁর ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। এতে তাঁর সম্মানহানি করে আপত্তিকর ও বিব্রতকর কথাবার্তা লেখা হয়। তিনি ফেসবুক পেজটির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানালেও তারা পোস্টটি সরিয়ে নেয়নি। তাই তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি জিডি করেছেন।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘ওই ছাত্রীর জিডি পেয়েছি। ব্যবস্থা গ্রহণের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘ছাত্রীটি আমার কাছে এসেছিল। আমি মতিহার থানায় যোগাযোগ করে তাঁকে থানায় অভিযোগ করতে বলি।’
Comment here