ফ্যানের সঙ্গে ঝুলছিল নার্সের মরদেহ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ফ্যানের সঙ্গে ঝুলছিল নার্সের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর থানা এলাকার রিংরোডস্থ জাহাজ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহতের নার্সের নাম বন্দনা রানী (২৪)৷ তিনি শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বন্দনার গ্রামের বাড়ি যশোরের বাগাড়পাড়া উপজেলায়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বন্দনা রানী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আদাবর রিংরোডের বাসায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বেশকিছু দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন বন্দনা রানী। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

Comment here