বইমেলায় ঢুকতে লাগবে টিকার সনদ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বইমেলায় ঢুকতে লাগবে টিকার সনদ

নিজস্ব প্রতিবেদক : বইমেলায় ঢুকতে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের করোনার টিকার সনদ দেখাতে হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা।

আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও।

আজ সকালে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে খেলাধুলা আছে, সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মতোই আমরাও চলমান পরিস্থিতির বাইরে নই।’

পরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন, প্রকাশক ও বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। এ অবস্থায় আজ শুক্রবার সারদেশে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

Comment here