অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা ৪৯ হাজার ৬১৯ কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বার বার চাওয়ার পরেও পাওনা টাকা ফেরত না দেওয়ায় প্রধানমন্ত্রী মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠাতে বাধ্য হয়েছেন বলে আজ শুক্রবারের এক খবরে জানিয়েছে পশ্চিবঙ্গের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’।
চার পাতার চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পাওনা টাকা না পাওয়ায় রাজ্য চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রাপ্য টাকা পেলে রাজ্যে আরও উন্নয়ন করব।
এর আগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের দাবি-দাওয়া নিয়ে সে দিন রাজভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছিলেন মমতা। ওই সময় তাকে দিল্লি গিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদি।
Comment here