বশেমুরবিপ্রবি : ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা, ইতিহাসের আন্দোলন অব্যাহত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বশেমুরবিপ্রবি : ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা, ইতিহাসের আন্দোলন অব্যাহত

তানবির খান, বশেমুরবিপ্রবি :  হৃদয় নিংড়ানো বিনম্র শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে  (আজ শুক্রবার দিবাগত রাত ১২ঃ০১ মিনিটে) বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.মোঃ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নুরুদ্দীন, প্রক্টর ড. রাজিউর রহমান সহ প্রশাসনিক-একাডেমীক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ  নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।  এ সময় একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়,  এলাকাটি তখন নিরবতায় ভারী হয়ে উঠে।
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র কল্যাণ সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি ) সকাল ৭টায় প্রভাত ফেরির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।
অন্যদিকে আজও ১৬ তম দিনের মত অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইতিহাস বিভাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বেলা ১১ টার দিকে সংবাদ সম্মেলন করে তারা জানায়, “আন্দোলন সীমিত করা হচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনিক ও একাডেমিক ভবনের অবরোধ গতকাল রাতেই তুলে নেওয়া হয়েছে।” শিক্ষার্থীরা ইউজিসিকে আগামী মার্চ মাসের ৫ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন।
কাগজে-কলমে অনুমোদন না থাকায় ইতিহাস  বিভাগকে বন্ধের ঘোষণা দেয় ইউজিসি। বিভাগটির অনুমোদনের দাবিতে প্রায় ১৫ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একাডেমিক কার্যক্রম অচল করে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

Comment here