সারাদেশ

বগুড়ায় জঙ্গলে মিলল অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্তি গ্রামের যমুনা নদীর পাশের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সারিয়াকান্দি সদর ইউনিয়নের যমুনা নদীর পাড়ের একটি জঙ্গল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই সূত্র ধরে জঙ্গল তল্লাশি করে মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে ৩-৪ দিন আগে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

 

Comment here

Facebook Share