মাহের আহমেদ,বগুড়ার প্রতিনিধি: সচেতনতা, প্রস্তুতি ও প্রশিণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৬ নভেম্বর সকাল ১১টায় মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সসদ্য আলহাজ্ব হাবিবর রহমান।
ভেটেরিনারি সার্জন ডা. রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন শেরপুর পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার,শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সীরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার রতন ইসলাম, আঃ লীগ নেতা শামীম ইফতেখার।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সকল কর্মকর্তা ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থীবৃন্দ।এর আগে একটি মহড়া অনুষ্ঠিত হয়।
Comment here