মশিউর রহমান, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার অটোরিকশা মালিক সমিতির নামে নব কমিটি গঠন করা হয়েছে। গত ১২ই জুন শুক্রবার বিকালে শেরপুর সকাল বাজার ডি.জে হাইস্কুল গেটের পূর্বপার্শ্বে নিজস্ব অফিস কার্যালয়ে জনাব ফেরদৌস সরকার মুকুল কে সভাপতি ও জনাব রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটির শুভ উদ্বোধন করা হয়। এছাড়া জনাব মোঃ আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ মোহন্তকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে অটোরিকশা মালিক সমিতির সভাপতি ফেরদৌস সরকার মুকুল বলেন, ছোট-বড় সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকার জন্য একটি সংগঠন থাকে এরই ধারাবাহিকতায় আমরা যারা শেরপুর উপজেলার অটোরিকশা ব্যবসায়ী রয়েছি তারা সবাই ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যেই আমাদের এই সংগঠন।
অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমাদের অটোরিকশা চালকেরা বিভিন্ন জায়গায় নানা ধরণের সমস্যার সম্মুখীন হন। আর এসকল সমস্যা সমাধান ও একে অপরের পাশে থাকার লক্ষ্যে আমাদের এ সংগঠন।
Comment here