প্রদীপ মোহন্ত,নিজস্ব প্রতিবেদক,বগুড়া : মিনি ক্যাসিনো নামে পরিচিত বগুড়া টাউন ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার রাত ৯টার দিকে শহরের সাতমাথায় অবস্থিত এই ক্লাবটিতে অভিযান চালানো হয়।
অভিযানে বগুড়ার শতবছরের ঐতিহ্যবাহি টাউন ক্লাব থেকে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ। এ ছাড়া আটক করা হয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামাল শামীমসহ আটক ১৫ জনকে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা বিয়ষটি নিশ্চিত করে বলেন, রাতে বগুড়া টাউন ক্লাবে অভিযান চালানো হয়েছে। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক শামীমসহ ১৫ জনকে আটক করা হয়। জব্দ করা হয় নগট টাকাসহ জুয়ার সরঞ্জামাদি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ নির্মূলে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।
Comment here