সারাদেশ

বগুড়ায় বসতবাড়িতে অগ্নিকান্ড : প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

মশিউর রহমান, বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের আফতাব উদ্দীন প্রামাণিকের বসতবাড়িতে গত রোববার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ধান, চাল, আলুসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে ক্ষতিসাধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আফতাব উদ্দীন প্রামাণিক জানান, গত ৫ই এপ্রিল রোববার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তার মাটির তৈরী দোতলা টিনের ছাউনির বসতবাড়ির ছোটবড় ৮টি ঘর পুড়ে ভষ্মিভুত হয়। পরে নওগাঁর ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ করলেও বাড়িতে রাখা ৭০ মন ধান, ৪০ মন আলু, ৫ মন সরিষা, আসবাবপত্র ও টিনের ছাউনিসহ সর্বস্ব পুড়ে ভষ্মিভুত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবী করেন।

Comment here

Facebook Share