সারাদেশ

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ ৫১ শতাংশ শেষ’: কাদের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ ৫১ শতাংশ শেষ হয়েছে।

আজ রবিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় টানেলের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২০২২ সালের মধ্যে টানেলের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী নিয়ে চিন্তার কোন কারণ নেই জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সমস্যা এখানকার নেতাদের সমাধান করতে হবে। খুব শীঘ্রই কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান।

Comment here

Facebook Share