আদিতমারীতে টর্নেডোর আঘাতে অর্ধশত বাড়ি লন্ডভন্ড - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আদিতমারীতে টর্নেডোর আঘাতে অর্ধশত বাড়ি লন্ডভন্ড

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি গ্রামের উপর আঘাত হানা টর্নেডোর ছোবলে প্রায় অর্ধশত বাড়ি লন্ডভন্ড হয়েছে। গত শনিবার(০৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রামে টর্ণেডো আঘাত হানে।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে আকাশ ঘন মেঘে ছেয়ে যায়। কিছুক্ষন পরে শুরু হয় ঝড় বৃষ্টি। হঠাৎ টর্ণেডো ছোবল মারে বাদিয়া চওড়া গ্রামে। এতে মুহুর্তে অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরে মুল্যবান জিনিসপত্র। বৃষ্টিতে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বই খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

স্হানীয় সুত্রে জানাযায়,খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনবাসনে সহায়তার আশ্বাস দেন। জেলা প্রশাসক আবু জাফর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে। স্হানীয় সুত্রে জানাযায়,আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) মফিজুল ইসলাম বলেন, হঠাৎ টর্ণেডোর আঘাতে ওই গ্রামে ৩৬টি পরিবারের ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

যার মধ্যে ৭টি পরিবারে সম্পুর্ন এবং ২৯ পরিবারের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তাদেরকে পুনবাসনে ত্রাণমন্ত্রনালয় থেকে সহায়তা করা হবে।

Comment here