নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে মিথেন গ্যাসের (গ্যাস হাইড্রেন্ট) সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুরশীদ আলম বলেন, তারা পুরো এলাকায় এখনো সার্ভে করতে পারেননি। তবে যতটুকুতে করতে পেরেছেন তাতে ধারণা করা হচ্ছে, ১৭-১০৩ টিসিএফ গ্যাস হাইড্রেন্ট এখানে রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চলে ২২০ প্রজাতির সি-উইড (Seaweed), ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪৯৮ প্রজাতির ঝিনুক, ৫২ প্রজাতির চিংড়ি, ৫ প্রজাতির লবস্টার, ৬ প্রজাতির কাঁকড়া ও ৬১ প্রজাতির সি-গ্রাস চিহ্নিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
Comment here