দেশে প্রতি বছর তিন লাখ নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ই-ল্যাব উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। তবে তা চলে যায়নি। তাই আমাদের মাস্ক পরার অভ্যাসটি বজায় রাখতে হবে।দেশে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। যন্ত্রপাতি মেরামতের বিষয়টিও দুর্বল অবস্থায় আছে। এ জন্য জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক আবদুল আজিজ প্রমুখ।
Comment here