বনানীর এফআর টাওয়ারের আগুন লেগে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ওই ভবনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দুজন আটক হয়েছেন। তারা হলেন- এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক ও নকশাবহির্ভূত ও বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম।
এদিকে, আজ রোববার দুপুরে বনানীর সপুরা টাওয়ারে সাক্ষ্যগ্রহণে বেরিয়ে আসে, এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত আটতলা থেকে। উদ্ধার হওয়া আটকেপড়াদের আশঙ্কা, বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
Comment here