বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় কারাগারে গিয়েছিলাম : মোদি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় কারাগারে গিয়েছিলাম : মোদি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করায় কারাগারে যেতে হয়েছিল বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানমালার সমাপনীতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মেদি ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া আমার জীবনের প্রথম আন্দোলনগুলির মধ্যে একটি ছিল। আমার বয়স তখন ২০-২২ বছর ছিল, যখন আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেপ্তার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটা আকুলতা এখানে ছিল, ততটা আকুলতা সেখানেও ছিল। এখানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত জঘন্য অপরাধ ও নৃশংসতার চিত্রগুলি আমাদের বিচলিত করত এবং রাতের পর রাত বিনিদ্র করে রাখত।’

মোদি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি ভারতের প্রতিটি কোণা থেকে, প্রতিটি দল থেকে সমর্থন মিলেছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াস ও মাহাত্ম্যপূর্ণ ভূমিকা সর্বজনবিদিত।’

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের কবিতায় সাজানো বক্তৃতায় মোদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকেও কিছু অংশ বাংলায় উচ্চারণ করেন।

এর আগে আজ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হলে মোদিকে অভ্যর্থনা জানান অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গবন্ধুকে দেওয়া ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার এ সময় গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। তিনি ‘মুজিব চিরন্তন’ স্মারক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন।

 

Comment here