জাতীয়

বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা পদোন্নতি পর্ষদ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা পদোন্নতি পর্ষদ-২০১৯ গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সভাপতিত্ব করেন। বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়ক এবং অন্যান্য এয়ার অফিসাররা এই পর্ষদে উপস্থিত ছিলেন। খবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পর্ষদে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে যোগ্যদের পদোন্নতি দেওয়া হয়। সামরিক জীবনে সফল নেতৃত্বদানকারী কর্মকর্তারাই; যারা গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী, দেশপ্রেমিক এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী তারাই পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া তাদের পেশাগত মান ও যোগ্যতা, শিক্ষা, মনোভাব, শৃঙ্খলা, সততা, বিশ^স্ততা ও আনুগত্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

Comment here

Facebook Share