খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ার চাকমাহাপুরের-(চকমাহাপুর কাদরীয়া দরবার শরীফ ও মাজার শরীফ) এর আয়োজনে ৩৭ বছর ধরে প্রতি বছর এই ওরশ পালন করা হচ্ছে,
জানাযায় মীৱ নেয়ামত হোসেন আল কাদরী (ৱ:) ছিলেন একজন কামেল পীর তার বসবাস ছিল কুষ্টিয়ার ঝাউরাই এলাকায়, শুধু এই নয় আরও জানা যায় তার লাখো লাখো ভক্ত/শিষ্য ছিলেন এই সারা বাংলাদেশে, তেমনি আমাদের বাগাতিপাড়ায় ছিলেন তার হাজার হাজার ভক্ত বা শীর্ষ, বাগাতিপাড়ায় তার তোদীয় খলিফা ছিলেন পীরানে পীর দস্তগীর শাহেনশা হযরত আল্লামা শাহ সুফি ইয়াসিন আলী সিদ্দিকী আল কাদরী আল চিশতী (র:), তারি মাজার শরীফে মীর নেয়ামত হোসেন আল কাদরী (র:) এৱ বাৎসরিক ওরস এর আয়োজন করা হয় প্রতি বছর।
মীর নিয়ামত হোসেন আল কাদরী (রঃ) এর তদীয় খলিফা পীরানে পীর দস্তগীর শাহিন শাহ আলম সিদ্দিকী আল কাদরী (রঃ) এর মাজার শরীফ এর তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ ইদ্রিস আলী খান আল কাদরী এবং শাহজাদা মোহাম্মদ মুনসুর আলী খান আল কাদরী তাদের আয়োজনে আজ এই মীর নেয়ামত হোসেন আল কাদরীর ৩৭ তম ওরশ মোবারক সার্থক,
জানা যায় প্রতিবছর এই সময় অথাৎ
আরবি সনের (৪ঠা ও ৫ই রজব)এবং
ইংরেজি সনের (২৯ শে ফেব্রুয়ারি ও ১ মার্চ)
১। ৪ঠা রজব বাদ আসর থেকে ওরশেৱ কার্যক্রম শুরু হয়।
এবং
২। ৫ই রজব সকাল বাদ ফজর থেকে কোরআন খানি খতম হালকা জিকির,দাদা হুজুরের জীবনী নিয়ে আলোচনা ও মিলাদ মাহ্ফিল এবং আখেরী মোনাজাত করেন আল্লামা শাহ্সুফি ইয়াসিন আলী সিদ্দিকী আল কাদরী আল চিস্তিৱ খলিফা বা শীর্ষ গাণ,
শীর্ষদের এই পূর্ণমিলনী শেষে একসাথে তাদের আহার বা তবারক বিতরণ করা হয়।
Comment here