বাগাতিপাড়ায় অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাগাতিপাড়ায় অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় অগ্নি কান্ডে কৃষকের ১২ টি ঘর পুড়ে গেছে।এতে ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাক খবর পেয়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরে সে আগুন ছড়িয়ে পড়লে ৮ টি পরিবারের ১২ টি ঘরসহ ছাগল, নগদ আড়াই লক্ষ টাকা পুড়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও এতে ক্ষতির পরিমান দাড়ায় প্রায় ১৫ লক্ষ টাকা।

খবর পেয়ে উপজেলা পরিষদ পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের ৮টি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল । এছাড়া পাঁকা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, তেল,লবন সহ খাবার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, ইউপি চেয়ারম্য আমজাদ হোসেন প্রমূখ।

Comment here