বাগেরহাটে হরিণ শিকারী আটক ফাঁদ ও নৌকা জব্দ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাগেরহাটে হরিণ শিকারী আটক ফাঁদ ও নৌকা জব্দ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় উপজেলার চিলা ইউনয়নের জয়মনি গ্রামের আব্দুর রাজ্জাক শেখ (৩০) নামের এক দুর্বৃত্ত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক করেছে বনবিভাগ।
আটকৃত রাজ্জাক ওই গ্রামের নুর আলীর ছেলে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাদঁপাই রেঞ্জের নন্দবালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানাযায় যে,রাজ্জাক এলাকার সুন্দরবনের খাল থেকে একটি নৌকায় বের হয়ে আসছে। তখন তাকে সন্দেহ হলে বন রক্ষীদের জিজ্ঞাসাবাদে সে বনে হরিণ ধরার ফাঁদ পাতার কথা স্বীকার করেন। পরে ওই এলাকার বনের মধ্যে থেকে ১০০ মিটার হরিণ শিকারী ফাঁদ উদ্ধার করা হয়।

এসময় ১০০ মিটার ফাঁদ ও একটি নৌকা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা (এসও) মোঃ কামরুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুর্বৃত্ত রাজ্জাককে বনের নন্দবালা এলাকা থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কোর্টে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ​

Comment here