রাজশাহীসমগ্র বাংলা

বাঘায় মাদক ও ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৬

বাঘা উপজেলা প্রতিনিধিঃ  রাজশাহীর বাঘায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ ১৫ গ্রাম হিরোইন ও ৩০ পিচ ইয়াবা এবং ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৬ জনকে আটক করেছে । ১২\০১\২০২০ইং রবিবার তাদের আটক করা হয়।
১৫ গ্রাম হিরোইন ও ৩০ পিচ ইয়াবাসহ আটককৃতরা হলো উপজেলার মহদিপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে ইমন আলী লায়েব, পাকুড়িয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে আবু বক্কর আলী খোকা, মুশিদপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মাহবুল আলী, হরিরামপুর গ্রামের শাসমুল হকের ছেলে মোহাম্মদ বাবু।
এদিকে যৌতুক ও মারামরি মামলার ওয়ারেন্টভূক্ত আটককৃত আসামীরা হলো আড়ানী ঝিনা গ্রামের মাজদার রহমানের ছেলে শাহাব আলী ও লালপুরের মির্জাপুর গ্রামের আছান আলীর ছেলে রিন্টু আলী।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comment here

Facebook Share