বাধ্যতামূলক মাস্ক পরাতে ঢাকায় অভিযান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

বাধ্যতামূলক মাস্ক পরাতে ঢাকায় অভিযান

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন। আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় এবং মহানগরীর জনবহুল স্থানে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আবদুল আউয়াল জানান, আজ ঢাকার বিভিন্ন উপজেলাগুলো ছাড়াও মহানগরের কোর্ট এলাকা, সচিবালয়, মতিঝিল, হাতিরঝিল, উত্তরার আজমপুর, খিলক্ষেতসহ কয়েকটি এলাকায় জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য সচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। এ সময় দরিদ্র শ্রেণির মানুষদের মধ্যে মোট ১ হাজার ৬০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

আবদুল আউয়াল আরও জানান, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১০০টি মামলায় ১০০ জন ব্যক্তিকে মোট ৩৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Comment here