বাবা হয়েছেন, কিন্তু জানেন না সিঙ্গাপুরে অচেতন বাংলাদেশি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাবা হয়েছেন, কিন্তু জানেন না সিঙ্গাপুরে অচেতন বাংলাদেশি

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো বাবা হয়েছেন, কিন্তু সুখবরটা এখনো কান পর্যন্ত পৌঁছেনি সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত সেই প্রথম বাংলাদেশির। দেশটির একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন তিনি।

করোনাভাইরাস থেকে মুক্তি পেলেও কিডনি সমস্যার কারণে এখনও অচেতন অবস্থায় হাসপাতালের শয্যায় আছেন ওই ব্যক্তি। এই অবস্থায় গত সোমবার বাংলাদেশে একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী। সিঙ্গাপুরের মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি) বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে- ‘সুস্থ আছে মা আর নবজাতক।’

অবশ্য, সন্তান জন্ম দেওয়ার আগে একটি ভিডিও কলের মাধ্যমে নিজের অসুস্থ স্বামীকে দেখেন ওই নারী।

এমডব্লিউসি তাদের ফেসবুকে এক পোস্টে বলেছে, ‘ওই বাংলাদেশির অবস্থা এখনও সঙ্কাটাপন্ন, কিন্তু সাম্প্রতিক এই খবরে (সন্তান জন্মের) আমরা উৎসাহিত হয়েছি এবং আবারও সবাইকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’

ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশি ওই শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে সিঙ্গাপুরেই একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর তিনি সুস্থ হলে তাকে দেশটির ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এরপর থেকে সরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) তার চিকিৎসা চলছে। সেখানেই ওই বাংলাদেশি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়।

Comment here