বায়তুল মোকাররমের সামনে শিকড় পরিবহনের বাসে আগুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

বায়তুল মোকাররমের সামনে শিকড় পরিবহনের বাসে আগুন

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধা হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।

চলন্ত অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না।

জানতে চাইলে বাসের চালক মোহাম্মদ হালিম বলেন, ‘পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামায় নাইমা যাই।’

বাসের যাত্রী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘আমি পল্টন থেকে উঠেছি। ডিউটি শেষ করে টিকাটুলিতে বাসায় যাচ্ছিলাম। গুলিস্তানের এইখানে আসার পরই বাসে ধোঁয়া দেখতে পাই। বাসে ছয় সাতজন যাত্রী ছিল।’

গুলিস্তানের উৎসব পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোহাম্মদ রফিক বলেন, ‘আমরা এখানে কাজ করছিলাম। হঠাৎ দেখি এই বাসটিতে চলন্ত অবস্থাতেই আগুন জ্বলছে। খবর পেয়ে ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই ওবায়দুল বলেন, ‘আমরা আশপাশেই মুভিং এ ছিলাম। এক মিনিটেই চলে আসছি। ড্রাইভার আমাদের জানিয়েছে, ৩-৪ জন যাত্রী ছিল। যাত্রীবেশেই হয়তো কেউ এই কাজ করে থাকতে পারে।’

এ ছাড়া উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে।

এদিকে সকাল থেকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।

Comment here