বিনোদন ডেস্ক ; গত ১২ জুলাই করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এবার ভক্তদের জন্য সুখবর করোনামুক্ত হয়ে অমিতাভ বাসায় ফিরেছেন। ২ আগস্ট বিকালে বাসায় ফেরেন তিনি। ফেসবুক পোস্টে অমিতাভ লেখেন, ‘অবশেষে আজ সকালে আমার করোনার ফল নেগেটিভ এসেছে। আমি বাসায় ফিরেছি।’
বাসায় ফিরেছেন অমিতাভ
04/08/20200
সম্পরকিত প্রবন্ধ
14/11/20200
‘মাদক ব্যবসায়ী’ হয়ে আসছেন চম্পা ও বিপাশা
বিনোদন প্রতিবেদক : বছর খানেক আগে ‘পদ্মপুরাণ’ ছবিতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী চম্পা ও বিপাশা কবির। ছবিতে দু’জনই অভিনয় করেছেন মাদক ব্যবসায়ীর চরিত্রে। এরই মধ্যে শেষ হয়েছে এর নির্মাণ কাজ। এখন মুক্তির অ
Read More
18/10/20190
হাসপাতালে অমিতাভ বচ্চন
অনলাইন ডেস্ক : বলিউড শাহেনশা’ অমিতাভ বচ্চন তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
জানা গেছে,
Read More
15/04/20190
নাটকগুলোয় দুঃখ দেখানো হয়নি: মেহ্জাবীন
পয়লা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে মেহ্জাবীন চৌধুরী অভিনীত টম অ্যান্ড জেরি, নয়না, প্রমিজ, আমি প্রেমিক, আনএক্সপেক্টেড সারপ্রাইজ ও শুধু তুমি নামে ছয়টি নাটক। ১৯ এপ্রিল তা
Read More
Comment here