নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত বাস কোম্পানি বিআরটিসি’র বাস চাপায় আবারও এক পাথচারী আহত হলেন। আজ বুধবার সকাল ১১টায় ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনের ফুট ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মো. আরিফ নামে এক প্রত্যক্ষদর্শী দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, সকাল ১১টার বিআরটিসি’র বাসটি যাওয়ার সময় পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই পথচারী মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আল-রাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ওই বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এস আব্দুল মোনিন দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন,‘ বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে আল-রাজী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, গত বছর রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের স্নাতকের শিক্ষার্থী রাজীবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। ওই বছরই বনানীর চেয়ারম্যান বাড়িতে বিআরটিসি বাসের চাপায় রোজিনা নামে এক গৃহকর্মীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।
Comment here