নাটোর প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আবারও আগুন-সন্ত্রাস করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি।’ সম্প্রতি ঢাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘বাসে আগুনের ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে অপরাধীদের
চিহ্নিত করা হচ্ছে। এ ঘটনায় বিএনপি কোনোভাবেই দায় এড়াতে পারে না। রহস্যজনক ফোন সংলাপেরও তদন্ত চলছে।’
গতকাল নাটোরে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির কর্মীরা যাত্রীবেশে গান পাউডার দিয়ে আগুন দিয়ে সরকারকে অভিযুক্ত করছে। বিএনপির যারা আগুন দিয়েছে তাদের ফুটেজ আছে। এতে করে বিএনপির থলের বিড়াল বেরিয়ে এসেছে।’
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রমুখ অংশ নেন।
Comment here